বিদ্যালয় পরিচিতি :

১৯৬৯ সালে তৎকালীন সময়ে অত্র এলাকার শিক্ষা বিভাগী ব্যক্তিত্ব মরহুম হাজী আবু বক্কার সরকার একজন শিক্ষানুরাগী ব্যক্তি ছিলেন। অত্র এলাকার জনসাধারণের চাহিদার প্রেক্ষিতে ছেলেমেয়েদের শিক্ষার স্বার্থে তিনি ৩৩ শতাংশ জমি ভাঙ্গুড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় এর নামে দান করেন। পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলায় ভাঙ্গুড়া পৌরসভার প্রাণকেন্দ্রে বড়াল নদীর অববাহিকায় প্রতিষ্ঠানটি অবস্থিত। প্রতিষ্ঠাকালীন সময় থেকে বিদ্যালয়টি শিক্ষা,সংস্কৃতি ক্রিয়া ও কাব স্কাউট কার্যক্রমে অসামান্য অবদান রেখে চলেছে। যার ফলশ্রুতিতে বিদ্যালয়টির সুনাম উপজেলা ,জেলা ,বিভাগ এমনকি জাতীয় পর্যায় পর্যন্ত ছড়িয়ে পড়েছে। ২০১৭ সালে বিদ্যালয়ের সম্মানিত সভাপতি গোলাম হাসনাইন রাসেল জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ এসএমসি সভাপতি নির্বাচিত হয়েছেন। তাছাড়া অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোফাজ্জল হোসেন দুই দুইবার বিভাগ পর্যায়ে ২০১৬ ও ২০১৮ সালে শ্রেষ্ঠ কাব শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন। প্রাথমিক শিক্ষা পদক ২০২৩ খ্রি: অত্র বিদ্যালয়ের শিক্ষার্থী বিষয় ভিত্তিক কুইজে সাতজন উপজেলায় ,পাঁচ জন জেলা পর্যায়ে ,দুজন বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করে। জাতীয় পর্যায়ে অত্র বিদ্যালয়ের শিক্ষার্থী নাজমীনা হুদা সিঁথি সাধারণ জ্ঞানে দ্বিতীয় স্থান অর্জন করে, ক্রিয়ায় আল সায়মুন ডলার জাতীয় পর্যায়ে উচ্চলাফে তৃতীয় স্থান অর্জন করে। বঙ্গবন্ধু প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২৩ এ অত্র বিদ্যালয়ের ফুটবল দল উপজেলার শ্রেষ্ঠ হয়ে জেলায় সেমিফাইনালে খেলার গৌরব অর্জন করে। অত্র বিদ্যালয়টিও দুই দুইবার বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব লাভ করে। ২০০৯ সাল থেকে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় শতভাগ পাস এবং বৃত্তির ফলাফলে ২০০৯ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত ধারাবাহিকভাবে সংখ্যার দিক থেকে সর্বোচ্চ সংখ্যক বৃত্তি লাভ করে।